Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রেঞ্জ আওতাধীন সকল জেলার পরিচিতি

ঢাকা বিভাগে মোট ১৩ টি জেলা রয়েছে। এগুলো হলো: 

  • ঢাকা
  • কিশোরগঞ্জ
  • গোপালগঞ্জ
  • ফরিদপুর
  • মাদারীপুর
  • মানিকগঞ্জ
  • মুন্সীগঞ্জ
  • রাজবাড়ী
  • নারায়ণগঞ্জ
  • গাজীপুর
  • টাঙ্গাইল
  • নরসিংদী 


১. ঢাকা জেলাঃ

বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু জানা যায় না। এ সম্পর্কে প্রচলিত মতগুলোর মধ্যে কয়েকটি নিম্নরূপঃ ক) একসময় এ অঞ্চলে প্রচুর ঢাক গাছ (বুটি ফুডোসা) ছিল; খ) রাজধানী উদ্বোধনের দিনে ইসলাম খানের নির্দেশে এখানে ঢাক অর্থাৎ ড্রাম বাজানো হয়েছিল; গ) ‘ঢাকাভাষা’ নামে একটি প্রাকৃত ভাষা এখানে প্রচলিত ছিল; ঘ) রাজতরঙ্গিণী-তে ঢাক্কা শব্দটি ‘পর্যবেক্ষণ কেন্দ্র’ হিসেবে উল্লেখিত হয়েছে অথবা এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা। কথিত আছে যে, সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার বিগ্রহ খুঁজে পান। দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ঐ এলাকায় একটি মন্দির প্রতিষ্ঠা করেন। যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে।আবার অনেক ঐতিহাসিকদের মতে, মোঘল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন, তখন সুবাদার ইসলাম খান আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ শহরে ‘ঢাক’ বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে কিংবদন্দির রূপ ধারণ করে এবং তা থেকেই এই শহরের নাম ঢাকা হয়ে যায়। এখানে উল্লেখ্য যে, ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর। 

প্রতিষ্ঠিত সাল: ১৯৭২ সাল

আয়তন :  ১৪৬৩.৬০ বর্গ কিঃ মিঃ

থানা সমূহ:

  • সাভার মডেল থানা
  • দক্ষিণ কেরানিগঞ্জ থানা
  • ধামরাই থানা
  • দোহার থানা
  • নবাবগঞ্জ থানা
  • আশুলিয়া থানা
  • কেরানীগঞ্জ মডেল থানা

ওয়েবসাইট: http://www.dhaka.gov.bd/


২. নারায়ণগঞ্জ জেলাঃ

১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে( বেণু ঠাকুর বা লক্ষীনায়ায়ণ ঠাকুর) ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করে। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ।

প্রতিষ্ঠিত সাল: ১৯৭২ সাল।

আয়তন : ১0000 বর্গ কিঃ মিঃ

থানা সমূহ:

  • নারায়ণগঞ্জ সদর মডেল থানা 
  • ফতুল্লা মডেল থানা
  • সিদ্দিরগঞ্জ থানা
  • সোনারগাঁও থানা
  • বন্দর থানা, নারায়ণগঞ্জ
  • রূপগঞ্জ থানা
  • আড়াইহাজার থানা

ওয়েবসাইট: http://www.narayanganj.gov.bd/